আজকের দেশ সংবাদ:
নওগাঁর মহাদেবপুরে নতুন প্রজন্মের মাঝে ভূমি বিষয়ক সচেতনতা বাড়াতে সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসানের উদ্যোগে শিক্ষার্থীদের ভূমি বিষয়ক মৌলিক জ্ঞানার্জন ক্লাস ‘ভূমি-বার্তা’ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুলের অডিটরিয়ামে এ ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম হাবিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, একাডেমিক সুপার ভাইজার ফরিদুল ইসলাম, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর আলী প্রমূখ।
এতে মৌজা, দাগ নম্বর, খতিয়ান, দাখিলা, ভূমি উন্নয়ন কর, নামজারিসহ ভূমি বিষয়ক নানা ধারনা ও শিক্ষার্থীদের সামনে খতিয়ান, দলিল, মৌজা ম্যাপ, দাখিলা, ওয়ারিশ সনদসহ যাবতীয় সরকারি ডকুমেন্ট এর নমুনা কপি উপস্থাপন করে আলোচনা করা হয়। একই সাথে নামজারি/জমাখারিজ এর গুরুত্ব, প্রয়োজনীয়তা ও প্রক্রিয়া সম্পর্কে ধারনা দেয়া হয়। এমনকি উত্তরাধিকার আইন অনুযায়ী মৃত ব্যক্তির কোন কোন ওয়ারিশ কি পরিমাণ সম্পত্তি পাবেন সে বিষয়ে বিশেষ ধারনা প্রদান করা হয়।এ্যাসিল্যান্ড বলেন, মানুষের অসচেতনতা, অজ্ঞতা এবং হেয়ালিপনা ভূমির অব্যবস্থাপনার জন্য অনেকাংশেই দায়ী। আমার যখন না জানি, তখনই কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীরা সুযোগ নিয়ে হয়রানি করে। নতুন প্রজন্ম ভূমি বিষয়ে খুব কম জানে। তাদের সচেতন করতে পারলে অন্তত: ভবিষ্যৎ প্রজন্ম মামলা মোকদ্দমার ঝামেলা থেকে রেহাই পাবে এবং তাদের করণীয় কি কি তা বোঝাতে পারলে তারা অবশ্যই উপকৃত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন