নওগাঁর মান্দায় অতি দরিদ্রদেও জন্য কর্মসংস্থান কাজের উদ্বোধন

আজকের দেশ সংবাদ:
নওগাঁর মান্দায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (৪০দিনের) ইজিপিপি উদ্বোধন করা হয়েছে। গত শনিবার উপজেলার বড়পই সিনেমা হল মোড় নামকস্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাটি কেটে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদচেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, কুশুম্বা ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, কুশুম্বা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আফসার আলী মন্ডল, ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহিন, কাওসার আলী, ইয়াচিন আলী, শামীমা আক্তার প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী কাজের ২য় পর্যায়ে উপজেলায় ২ হাজার ১০৭ জন শ্রমিক নিযুক্ত করা হয়েছে। এসব শ্রমিক দিয়ে উপজেলার ১৪ ইউনিয়নে ৬০টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি আরও জানান, প্রত্যকদিন কাজের জন্য একজন শ্রমিককে ২০০ টাকা করে মজুরি দেয়া হবে। এর মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে ২৫টাকা, বাকি ১৭৫টাকা শ্রমিকরা উত্তোলন করবেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget