নিজেকে ভাঙাগড়ার মধ্যেই রাখতে চান আলিয়া ভাট৷ তাই চলতি বছরটা বেশ অন্যরকম ভাবেই শুরু করতে চলেছেন এই অভিনেত্রী৷ সম্প্রতি প্রকাশ্যে এল তাঁর আগামী ছবি ‘রাজি’র তিনটি লুক৷
ছবিতে তিনটি ভিন্ন ভূমিকায় দেখতে পাওয়া যাবে তাঁকে৷ একটিতে সে তাঁর বাবার আদরের কন্যে, যেখানে বিয়ের সাজে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে৷ দ্বিতীয়টিতে আবার একজন আদর্শ স্ত্রী, যেখানে ভিকি কৌশলের সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে তাঁকে৷ আবার তৃতীয়তে সে ফিয়ারলেস একজন স্পাইয়ের অবতারে৷
ছবিতে এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করছেন তিনি৷ যদিও তাঁর অভিনয়ক্ষমতা নিয়ে কারোরই তেমন সন্দেহ নেই৷ বলিউডে এই কনিষ্ঠতম অভিনেত্রী কেরিয়ার গ্রাফে রয়েছে হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দিগির মতো ছবি৷ ২০১৮তে সেই লিস্টে যোগ হতে চলেছে রাজির নামও তা নিঃসন্দেহে বলা যায়৷ ছবিটি পরিচালনা করছেন মেঘনা গুলজার৷ ধর্মা প্রোডাকশন এবং জঙ্গলী পিকচার্সের যৌথ প্রযোজনায় হচ্ছে সিনেমাটি৷ছবির পোস্টার এবং ট্রেলার মুক্তি পাবে মঙ্গলবার৷
একটি মন্তব্য পোস্ট করুন