নওগাঁয় চোরাই মোটরসাইকেলসহ দু’জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আজকের দেশ সংবাদ:
নওগাঁয় চোরাই দু’টি মোটরসাইকেলসহ মোটরসাইকেল চুরির সংঘবদ্ধ দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তাদের নিকট থেকে চুরি যাওয়া দুইটি মোটসাইকেল, একটি আইফোন-৬ মোবাইল ফোন এবং একটি আইপ্যাড উদ্ধার করা হয়েছে। নওগাঁ ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুর রফিক বলেছেন গত ২৬ মার্চ পত্নীতলালা উপজেলার নজিপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি এ্যাপাচি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল চুরি যায়। পুলিশ সুপারের নির্দেশে উক্ত মোটরসাইকেল উদ্ধারে ৭ এপ্রিল বিশেষ অভিযানে মাঠে নামে ডিবি পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের ঢাকা মোড় এলাকা থেকে মো: মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়। সে বগুড়া জেলাধীন আদমদিঘী উপজেলার কোমারপুর গ্রামের মো: মোকছেদ আলীর পুত্র। তার নিকট থেকে ১টি টিভিএস কালো রঙের এ্যাপাচি আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল, ১টি আইফোন-৬ মডেলের মোবাইল ফোন এবং ১টি আইপ্যাড উদ্ধার করা হয়। পরবর্তীতে তার জবানবন্দী অনুযায়ী রাতেই অপর আসামী একই গ্রামের মো: আব্দুল খালেকের পুত্র আব্দুল বাছেদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার নিকট থেকে একই মডেলের আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যসামগ্রীর মুল্য ৫ লাখ ৭৪ হাজার টাকা। নওগাঁ’র পুলিশ সুপার মো: ইকবাল হোসেন গতকাল রবিবার দুপুর ২টায় এ ব্যপারে আয়োজিত এক প্রেসব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের এসব তথ্য দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, ডিবি ইন্সপেক্টর আব্দুর রফিকসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget