নারায়নগঞ্জে ৩ সাংবাদিকের নামে মামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

বিএমএসএফ:
ঢাকা ৬ এপ্রিল ২০১৮: নারায়নগঞ্জের ফতুল্লার শ্রমিকলীগ নেতা কাউছার আহমেদ পলাশ কর্তৃক ৩ সাংবাদিকের নামে মামলা দায়েরে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বিএমএসএফ। সম্প্রতি নারায়ণগঞ্জের প্রবীন সাংবাদিক আলহাজ¦ হাবিবুর রহমান বাদল, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আল আমিন প্রধান, সময়ের নারাযণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল সহ জাতীয় দৈনিক যুগান্তর ও ইত্তেফাকের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি প্রদান করে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। ৬ এপ্রিল এক বিবৃতিতে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু মামলা দায়েরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
বিবৃতিতে বলা হয় দেশের সংবাদপত্র ও সাংবাদিকের টুঁটি চেপে ধরার চেষ্টা নতুন কিছু নয়। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধ হয়রাণীমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা হোক। নইলে দেশের সাংবাদিকদের কঠোর আন্দোলন করে প্রতিহত করা হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget