নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে মরহুম আব্দুল জলিল স্মৃতি অভিভাবক ছাউনির উদ্বোধন

আজকের দেশ সংবাদ:
নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের বিশ্রামের জন্য তৈরি অভিভাবক ছাউনি শনিবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। এদিন উত্তরবঙ্গের কৃতি সন্তান মরহুম জননেতা আব্দুল জলিলের নামে তৈরি ‘আব্দুল জলিল গার্জিয়ান শেডে’র উদ্বোধন করেন নওগাঁর সাংসদ আব্দুল মালেক। নওগাঁ শিল্প ও বণিক সমিতি সৌজন্যে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এই অভিভাবক ছাউনি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ শিল্প ও বণিক সমিতির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানু প্রমুখ।নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ে মরহুম আব্দুল জলিল স্মৃতি অভিভাবক ছাউনির উদ্বোধন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবক ছাউনি হওয়ার ফলে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের রোদে পোড়া ও বৃষ্টিতে ভেজার সেই চিরচেনা দুর্ভোগের চিত্র আর দেখতে হবে না। বিশেষ করে নারী অভিভাবকেরা রাস্তার ওপর দাঁড়িয়ে ও বসে না থেকে এখন থেকে এখানে নিরাপত্তার সঙ্গে বিশ্রাম করতে পারবেন। নওগাঁ শিল্প ও বণিক সমিতির এই মহতী উদ্যোগ সাধুবাদ জানান তাঁরা।
এর আগে নওগাঁ শিল্প ও বণিক সমিতির উদ্যোগে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি অভিভাবক ছাউনি তৈরি করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget