ফের সিরিয়া হামলায় বিশ্বব্যাপি বিশৃঙ্খলা তৈরি হবে : পুতিন

সিরিয়ায় যদি পশ্চিমা দেশগুলো আবারও হামলা চালায় তবে তা বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তৈরি করবে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে, রাশিয়ার ওপর চাপ বাড়াতে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। খবর এবিসি নিউজ।

সিরিয়ায় মার্কিন জোটের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, সিরিয়ায় পশ্চিমা দেশগুলোর হামলার ঘটনার কারণে দীর্ঘ সাত বছরের বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধের ক্ষেত্রে রাজনৈতিক সমাধানের পথ ক্ষতিগ্রস্ত হলো।

দীর্ঘদিনের যুদ্ধ-সংঘাত রাজনৈতিক পদক্ষেপে বন্ধ করা যেত। কিন্তু পশ্চিমা দেশগুলোর হামলার কারণে তা হয়তো আর সম্ভব হবে না বলে একমত প্রকাশ করেছেন রুহানি এবং পুতিন।

পুতিন বলেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা স্বত্ত্বেও যদি আবারও সিরিয়ায় হামলা চালানো হয় তবে তা আন্তর্জাতিক সম্পর্ককে বাধাগ্রস্ত করবে এবং বিশ্বজুড়ে বিশৃঙ্খলা তৈরি হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget