শুক্রবার ভারতে লঞ্চ হল Vivo V9. এর মূল্য ২২,৯০০ টাকা রাখা হয়েছে৷ পার্ল ব্ল্যাক, শ্যাম্পেন গোল্ড এবং স্যাফায়ার ব্লু, এই রংয়ে এই ফোনটি পাওয়া যাবে৷
মুম্বইয়ে আনুষ্ঠানিকভাবে এটি লঞ্চ করা হয়৷ এবং এর প্রি-বুকিং ২৩ মার্চ থেকেই শুরু হল৷ তবে এর বিক্রি শুরু হবে আগামী ২ এপ্রিল থেকে৷
Vivo V9-এর বৈশিষ্ট্য হিসেবে বলা যায়, ৬.৩ ইঞ্চির সম্পূর্ণ এইচ ডি প্লাস(১১৮০x২২৮০পিক্সেল) ইন-সেল আইপিএস ফুল ভিউ ডিসপ্লে দেওয়া হয়েছে৷ অ্যান্ড্রয়েড ৮.০ ওরিয়ো বেসড এই স্মার্টফোন ফনটাচ OS 4.0-তে চলে৷ V9-এ চার জিবি ব়্যামের সঙ্গে অক্টা-কোর কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৬২৬ প্রসেসর দেওয়া হয়েছে৷
এতে রিয়ারে ভার্টিকল পজিশনের সঙ্গে ডুয়াল ক্যামেরা সেট আপ রয়েছে৷১৬ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল, ২টি ক্যামেরা রয়েছে৷ এআই প্রযুক্তির সাহায্যে এই ক্যামেরা ছবি উন্নতমানের তুলবে বলে দাবি করা হচ্ছে৷ সেই সঙ্গে এইচডিআর মোডও দেওয়া হয়েছে৷ এর ফ্রন্ট ক্যামেরাতে২৪ মেগাপিক্সেল ক্যামেরা আছে৷ সেই সঙ্গে সেলফির জন্য পোর্ট্রেট মোড, এআর স্টিকার এবং ফেস বিউটি ফিচার্স দেওয়া হয়েছে৷
এই ফোনের ইন্টারনাল মেমোরি ৬৪জিবি, কার্ডের সাহায্যে ২৫৬জিবি পর্যন্ত এটি বাড়িয়ে নেওয়া যাবে৷ কানেক্টিভিটির জন্য এমএম রেডিও, 4G LTE, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ v4.2, GPS/ A-GPS এবং USB OTG-এর সঙ্গে মাইক্রো-ইউএসবি সাপোর্টও রয়েছে৷ এর ব্যাটারি 3260mAh.
এতে রিয়রে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে৷ এই স্মার্টফোনের ওজন ১৫০ গ্রাম৷ এআর স্টিকার্স, ফেস আনলক এবং ফেস বিউডি প্রিলোডেড থাকবে এতে৷ কারাওকে মোডও দেওয়া হয়েছে, যা মিউজিক প্লেব্যাক এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে৷ পাশাপাশি গেম খেলার সময় ইনকামিং কলস্ এবং মেসেজের ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে না৷
একটি মন্তব্য পোস্ট করুন