নওগাঁয় জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে

আজকের দেশ সংবাদ:
নওগাঁয় জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে পুরাতন কালেক্টরেট ভবন চত্বরে উন্মুক্ত মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী নওগাঁ জেলা শাখা এই উৎসবের আয়োজন করে। জেলা প্রশাসকের পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: মাহবুবুর রহমান এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো: শরিফুল ইসলাম খান, শিশু একাডেমীর কার্যনির্বাহী পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা গোলাম সামদানী এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন। কারিশমা আকতার কথা’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম। পরে নওগাঁ জেলা সদরের কে ডি সরকারী উচ্চ বিদ্যালয় ও তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়, সাপাহার উপজেলা সাংস্কৃতিক দল এবং ধামইরহাট উপজেলা সাংস্কৃতিক দল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget