কংগ্রেসের শুনানি: ক্ষমা চেয়েছেন মার্ক জাকারবার্গ

মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে ক্ষমা চেয়েছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। কোটি কোটি গ্রাহকের তথ্য বেহাত হওয়ার ঘটনায় ওই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে জাকারবার্গ বলেন, সেটা আমার ভুল ছিল, আমি দু:খিত।

শুনানিতে জাকারবার্গ মার্কিন সিনেটরদের জানান, ফেসবুক রাশিয়ান অপারেটরদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে ফায়দা নিতে না পারে।

তিনি বলেন, এটি একটি প্রতিযোগিতা। তারা দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

জাকারবার্গ বলেন, প্রয়োজনীয় পরিবর্তনের জন্য কিছু সময় দরকার। কিন্তু আমি সবকিছু ঠিক করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

ডাটা বিশ্লেষক কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুকের পাঁচ কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রশ্নোত্তর জবাবে জাকারবার্গ এমনটা বলেছেন। ২০১৬ সালে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে তদন্তকারী দল ফেসবুকের স্টাফদেরও জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন জাকারবার্গ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget