প্রতিনিধি নওগাঁ: নওগাঁর কালিতলা হাট নওগাঁ স্কুল মাঠে এসিআই মটরস এর পক্ষ থেকে সারাদিন ব্যাপি বাংলা নববর্ষ বরণের অনুষ্ঠান অনুষ্টিত। দেশের অন্যতম শীর্ষ কৃষি যান্ত্রিকীকরন প্রতিষ্ঠান এ সি আই মটরস সোনালিকা বর্তমানে দেশের ১নম্বর ট্রাক্টর যা সরাসরি কৃষক এবং উদ্যোক্তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, সোনালিকা ট্রাক্টর ছারাও এসিআই মটরস বাংলাদেশের বাজারে সফল ভাবে বাজারজাত করে আসছে এসিআই পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, রিপার, কম্বাইন হারভেস্টার, ওয়াটার পাম্প অন্যান্য কৃষি যন্ত্রপাতি। কেবলমাত্র এসিআই মটরস লিঃ- মাত্র দিচ্ছে ৬ ঘন্টার মধ্যে দেশের যে কোন স্থানে বিক্রয়োত্তর সেবা। আরো উল্লেখ্য যে, বর্তমানে দেশের ২৫% এর অধিক জমি চাষ হচ্ছে এসিআই মটরস এর কৃষি যন্ত্রপাতি দ্বাড়া।
এসিআই মটরস এর একমাত্র লক্ষ্য হল গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সর্বদা তাদের সেবায় নিয়েজিত থাকা। আয়োজকের কাছে জানা যায় এরই ধারাবাহিগতায় অন্যান্য বছরের ন্যায় এ বছরেও পহেলা বৈশাখ উৎযাপনের লক্ষ্যে এসিআই মটরস দেশব্যাপী ২৬ টি স্থানে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্টান আয়োজন করেন, উৎযাপিত এই অনুষ্ঠানে এসিআই মটরস এর কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাহক, ডিলার ও শুভানুধ্যায়ীবৃন্দ। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য আয়োজন ছিল। পহেলা বৈশাখের বিভিন্ন খাবার আরও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন খেলাধুলা যা বাংলার চিরায়ত ঐতিহ্যের উপস্থাপন করে।
আয়োজিত অনুষ্ঠানে এসিআই মটরস এর বিভিন্ন পন্য প্রদর্শনী করা হয় যা নিয়ে সকলের আগ্রহ ছিল চোখে পড়ার মত। এই আয়োজনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল এসিআই মটরস পরিবারের সকল গ্রাহক ও শুভানুধ্যায়ী একত্রিত করে বাংলা নবনর্ষকে উৎযাপন করা
একটি মন্তব্য পোস্ট করুন