আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় গণহত্যায় শহীদদের স্মরনে পদযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। প্রধান সড়ক ধরে বাজার, গোস্তহাটির মোড় হয়ে খাস-নওগাঁ বধ্যভুমিতে এসে শেষ হয়। সেখানে অবস্থিত বধ্যভুমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শদ্ধা জানানো হয়।
পরে খাস-নওগাঁ ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুৃটি কমান্ডার আফজাল হোসেন, সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, শহীদ পরিবারের সন্তান গোলাম রহমান, আব্দুল হাই সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান।
পরে খাস-নওগাঁ ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুৃটি কমান্ডার আফজাল হোসেন, সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, শহীদ পরিবারের সন্তান গোলাম রহমান, আব্দুল হাই সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান।
একটি মন্তব্য পোস্ট করুন