বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের উপর ক্লাস নিলেন সাপাহারথানার ওসি

সাপাহার (নওগাঁ): “মাদককে না বলি, বাল্য বিয়ে প্রতিরোধ করি, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোজ খবর নেয়ার পাশাপাশি বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিষয়ে বক্তব্য দেন তিনি।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশে বলেন, মাদক থেকে সকলকে দুরে থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সজাগ থেকে মাদক যারা সেবন করে তাদের সুপথে ফিরিয়ে আনতে মাদকের কুফল সম্পর্কে বর্ননা করেন তিনি। এছাড়াও বাল্য বিয়ের ক্ষতির দিক গুলো তুলে ধরে ১৮ ও ২১ বছরের আগে কোন বিয়ে নয় বলে ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন।
এ সময় মাদককে না বলি, বাল্য বিয়ে প্রতিরোধ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার হয় এই ¯েøাগানে ওয়াদাবদ্ধ করান ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের।
এ দিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ এমন আকস্বিক বিদ্যালয় পরিদর্শন এবং মাদক, বাল্য বিয়ে এবং সন্ত্রাসবাদ বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবকসহ এলাকাবাসী দারুন খুশি।
এ বিষয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, সাপাহার থানার ওসির মতো প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে এভাবে ক্লাস নিলে অবশ্যই শিক্ষার্থীসহ এলাকাবাসী দারুন ভাবে উপকৃত হবেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget