বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় নারীসহ নিহত ২

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার ভালসুন গ্রামের বাবুল প্রামাণিকের স্ত্রী আছিয়া বেগম (৪০), সুজাবাদ তামিম কেয়ার ফিড কোম্পানির প্রকৌশলী সাইদুর রহমান (৩৮)। এছাড়া নিহত আছিয়া বেগমের স্বামী বাবুল প্রামাণিক আহত হয়েছেন। রোববার (০৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাম জীবন ভৌমিক বাংলানিউজকে জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার বেতগাড়ী বটতলা এলাকায় দু’টি মোটরসাইকেল পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে উভয় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী মহাসড়কে পড়ে যায়। এসময় শেরপুরগামী করতোয়া গেটলক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেটো-চ-০২-২১৮৪) মহাসড়কে পড়ে যাওয়া তিন আরোহীর চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া বেগম ও প্রকৌশলী সাইদুর রহমান মৃত্যু হয়।

গুরুতর আহত হন নিহত আছিয়া বেগমের স্বামী বাবলু প্রামাণিক। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই রাম জীবন ভৌমিক।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget