সাজা ঘোষণার পর দু’রাত জেলে ছিলেন সালমান খান। জেলে প্রথম রাত কিছু না খেয়ে কাটিয়েছিলেন। দু’দিন পর জামিন পেয়ে ফিরে গিয়েছেন মুম্বাইয়ে। পাশে পেয়েছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রী সহ অসংখ্য অনুরাগীকে। মুম্বাই ফিরেই দেখা করেছিলেন অনুরাগীদের সঙ্গে। সমর্থনের জন্য সকলের উদ্দেশে টুইট করে কৃতজ্ঞতা জানালেন সালমান খান।
আজ সোমবার সালমান টুইট করেন, অসংখ্য ধন্যবাদ আমার ভালোবাসার মানুষদের যাঁরা প্রতি মুহূর্তে আমার সঙ্গে আছেন, যাঁরা আশা ছাড়েননি। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমাকে সমর্থন করার জন্য।
বৃহস্পতিবার কৃষ্ণসার হত্যা মামলায় সালমান খানের ৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে বাকি অভিযুক্ত টাবু, সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে ও নীলমকে বেকসুর খালাস করা হয়। রায় ঘোষণার দুদিন পর জামিন পান সালমান।
একটি মন্তব্য পোস্ট করুন