আজকের দেশ সংবাদ:
নওগাঁর পোরশা উপজেলায় ৫৮৯১ জন গ্রাহকের মধ্যে বিদ্যুতায়ন কর্মসূচীর মধ্যে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন ‘ বিদ্যুতের বিল দিতে আপনাদের আর কষ্ট করে বিদ্যুৎ অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। আর ১ বছরের মধ্যে আপনারা আপনার প্রিপ্রেইড কার্ডের মাধ্যমে ঘরে বসে নিজের বিদ্যুতের বিল নিজেরাই পরিশোধ করতে পারবেন। বর্তমান সরকারের অঙ্গিকার অনুযায়ী আজ আপনাদের এই উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হলো। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি গ্রাম বিদ্যুতায়িত করা হবে।’
রবিবার দুপুরে উপজেলার সরাইগাছী স্কুল মাঠে বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে পোরশা উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৫ হাজার ৮৯১জন গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান উদ্বোধন করেন প্রকিমন্ত্রী নসরুল হামিদ।
এরমধ্যে নিতপুর ইউনিয়নে ১৮২৬জন, তেতুলিয়া ইউনিয়নে ১২৪৪ জন, ছাড়াও ইউনিয়নে ৭৭১ জন, গাংগুড়িয়া ইউনিয়নে ৩৬৮ জন, ঘাটনগর ইউনিয়নে ৮৩২ জন এবং মুর্শিদপুর ইউনিয়নে ৮৫০ জন গ্রাহক। পল্লী বিদ্যুৎ সমিতি-২ মোট ১৩ কোটি ৪১ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ৮৩ দশমিক ২৩৮ কিলোমিটার লাইানেজ সম্পন্ন এসব প্রকল্প বাস্তবায়ন করেছে।
আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন এবং স্থানীয় গাংগুড়িয়া কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মনজুর মোরশেদ বক্তব্য রাখেন।
এ সময় নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম, সাপাগহার উপজেলা চেয়ারম্যান সামসুল আলম শাহ চৌধুরীসহ নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন