নওগাঁয় সাংবাদিক নাজমুল হুদার মৃত্যু : হাসপাতাল কর্ত্তৃপক্ষের উদাসীনতা আর অবহেলাই দায়ী
প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় সাংবাদিকের মৃত্যুতে সদর হাসপাতালের তত্বাবধায়কের অবহেলা এবং উদাসীনতাকে দায়ী করে তার অপসারন দাবী স্মারকলিপি দিয়েছেন সাংবাদিকরা। গত বুধবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপিটি জেলা প্রশাসকের হাতে প্রদান করা হয়। জেলা প্রশাসক মো: মিজানুর রহমান তাঁর দপ্তরে এ’টি গ্রহন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নওগাঁ’র সিভিল সার্জন ডা: মো: মোমিনুল হকের নিকটও স্মারকলিপির একটি অনুলিপি হস্তান্তর করা হয়েছে। জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রদত্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানমের অবহেলা আর উদাসীনতার কারনেই ডিবিসি নিউজ টিভি’র নওগাঁ জেলা প্রতিনিধি নাজমুল হুদা সঠিক চিকিৎসার অভাবে মৃত্যু বরনে করেছেন। গত ১৩ এপ্রিল কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হলে বেলা ১০টায় নওগাঁ সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। সাংবাদিকদের পক্ষ থেকে তত্বাবধায়ক ডা: রওশন আরাকে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে হাসাপাতালে প্রেরনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু ভর্ত্তির ৩ ঘন্টা অতিবাহিত হলেও কোন চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করে নি। উন্ত চিকিৎসার জন্য অন্যত্র স্তানান্তর করার পরামর্শও দেয়া হয় নি। এমন কি চিকিৎসার কোন খোঁজখবর এমন কি মৃত্যুর কয়েকদিন অতিবাহিত হলেও কোন সহানুভুতি জানানো হয় নি। এর ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সাংবাদিক নাজমুল হুদার মৃত্যু তত্বাবধায়ক ডা: রওশন আরা খানমের অবহেলার কারনেই হয়েছে বলে সাংবাদিকরা মনে করেন। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে যে, একেবারে হাসাপাতাল সংলগ্ন এলাকায় উক্ত তত্বাবধায়ক ডা: রওশন আরা খানমের নিজস্ব একটি ক্লিনিক রয়েছে। হাসপাতালের চেয়ে সেই ক্লিনিকেই বেশী সময় দেন। অন্যদিকে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসা সেবা না দিয়ে হাসপাতাল সময়ে বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিৎসা প্রদান করে থাকেন। কিন্তু তত্বাবধায়ক নিজের দুর্বলতার কারনে সেসব চিকিৎসকদের ব্যাপারে কোন পদক্ষেপ নিতে পারেন না। বরং ঐসব চিকিৎসকদের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়ে থাকে বলে ঐ স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা সেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে। সাংবাদিকরা এই অবহেলাকে অমার্জ্জনীয় অপরাধ উল্লেখ করে উক্ত তত্বাবধায়ককে আগামী ৭ দিনের মধ্যে অপসারনসহ চাকুরী বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানানো হয়েছে। না হলে নওগাঁ’র সাধারন মানুষদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচী দেয়ার ঘোষনা দিয়েছেন সাংবাদিকরা।
একটি মন্তব্য পোস্ট করুন