কুয়েতে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। রবিবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলের খাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের বেশিরভাগই ভারতীয় উপমহাদেশের বলে জানা গেছে।
কুয়েতি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে ৭ জন ভারতীয়, ৫ জন মিসরীয় এবং তিনজন পাকিস্তানি। তারা সবাই তেল কোম্পানির কর্মী ছিলেন।
জানা গেছে, রবিবার রাত ১২.৩০ মিনিটে যাত্রী বোঝাই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৫ জনের মৃত্যু ঘটে। আহত ২ জন ভারতীয়র অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) জানায়, হতাহত ব্যক্তিরা কেওসি’র অধীনে কাজ করতেন। তাদেরকে বার্গাইন অয়েল ফিল্ড-এ চুক্তিভিত্তিক কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
একটি মন্তব্য পোস্ট করুন