কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ছাত্রীদের মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে হলে ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠার পরপরই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এদিকে ছাত্রী নির্যাতনের প্রতিবাদে সুফিয়া কামাল হলসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্রদের হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে সুফিয়া কামাল হলের সামনে জড়ো হয়। এদিকে জিয়াউর রহমান হল সহ কয়েকটি হলে ছাত্রদের বের হতে বাধা দিলে এক পর্যায়ের গেইটের তালা ভেঙ্গে বেরিয়ে আসে ছাত্ররা।
সর্বশেষ পরিস্থিতিতে জানা যায়, ঢাবির পুরো ক্যাম্পাসে উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। টিএসসি, শহিদ মিনার সহ কয়েকটি জায়গায় ছাত্ররা বিক্ষোভ ও মিছিল করছে। ছাত্রী হলের নিরাপত্তায় পুলিশ নিয়োজিত রয়েছে বলে জানা গেছে।
এদিকে, ছাত্রীদের মারধরের অভিযোগ ওঠার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এশাকে হল থেকে বহিষ্কার করা হবে।
এ ঘটনার পর কবি সুফিয়া কামাল হলের ছাত্রীরা তিন দফা দাবির কথা জানান। দাবিগুলো হলো-এশার ছাত্রত্ব বাতিল, ছাত্রলীগের সব নেত্রীকে হল থেকে বহিষ্কার ও রাজনীতিমুক্ত হল ঘোষণা করতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন