ঈদগাহের মিনার ভেঙ্গে কর্মসৃজনের শ্রমিকের মৃত্যু! আহত-১

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ঈদগাহের মিনার ভেঙ্গে গয়ের আলী ওরফে ফারুক হোসেন (৬০) নামের এক কর্মসৃজনের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রমিক উপজেলার অর্জনপুর (ভাবুক) গ্রামের মৃত: আজগর আলীর পুত্র বলে জানা গেছে। উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহ মেরামতের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় আরতী (৪৫) নামের অপর কর্মসৃজন শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮ টায় ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে প্রায় ৪০ দিনের কর্মসৃজনের ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাত ঈদ গাহের মিনার ভেঙ্গে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর উপর পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও গয়ের আলী সেখানে মারা যায়। সেখান থেকে আরতীকে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহত/আহত পরিবারের মাঝে ইউপি পরিষদ থেকে সহযোগীতার আশ্বাষ দিয়েছেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget