লিপস্টিকের সঠিক রাশি

নারীর সাজে পূর্ণতায় লিপস্টিকের ব্যবহার প্রতিদিনের। শুধু লিপস্টিক দিয়েই চেহারায় গ্লামার আসে মাত্র কয়েক সেকেন্ডে। যারা রাশিতে বিশ্বাস করেন, জানেন কি, রাশির সাথে মিলিয়ে, নারীর জন্য লাকি কালার হিসেবে রয়েছে বিভিন্ন রঙের লিপস্টিক।

জেনে নিন আপনার জন্য জন্মদিন ও রাশি অনুযায়ী কোন রঙের লিপস্টিক ব্যবহার করবেন:

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল) : মেষ রাশির জাতিকার জন্য যথার্থ হলো লাল রঙের লিপস্টিক। আরও লাগাতে পারেন বাদামি ও কমলা।

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): মিষ্টি গোলাপী বেছে নিন। বেগুনি, খয়েরি ও প্যাস্টেল রংগুলোও আপনার জন্য।

মিথুন (২২মে – ২১ জুন): কমলা রং গোল্ডেন ব্রাউন দুই রঙেই সন্তুষ্ট থাকতে হবে আপনাকে।

কর্কট (২২ জুন – ২২ জুলাই): হালকা বাদামি রং আপনার জন্য সেরা।

সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) : গাঢ় লাল, পার্পল, কোরাল বা মেটালিক শেডের লিপস্টিকে ঠোঁট রাঙাতে পারেন।

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): অর্কিড, খয়েরি, নেভি ব্লু, খাকি, সোনালি বেছে নিতে পারেন যেকোনোটি।

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): হালকা গোলাপি, পার্পলসহ হালকা শেডের লিপস্টিক আপনার জন্য লাকি।

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): সবগুলো গাঢ় রং আপনার জন্য।

ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর): পার্পল সব রঙের নারীরাই ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কারণ সবাইকেই সুন্দর দেখায়, ধনুর জাতিকার জন্য পারফেক্ট লিপিস্টিকের কালার কিন্তু পার্পল।

মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি): বেগুনিই আপনার জন্য লাকি শেড।

কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): খয়েরি বা ব্রোঞ্জ শেডের লিপিস্টিক আপনার জন্য সেরা। এড়িয়ে চলুন কমলা রঙের লিপস্টিক।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): বেগুনি রঙের লিপস্টিক আপনিও পরতে পারেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget