নওগাঁর ধামইরহাটে তরুণদের উদ্যোগে শিশুদের মাঝে উন্নত খাবার বিতরণ

মো. হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে তরুণদের উদ্যোগে শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত তালঝাড়ী আদিবাসী সরকার প্রাথমিক বিদ্যালয়ের ১৫৫ জন শিশুকে উন্নত খাবার হিসেবে দুপুরে মাংস ও ভাত খাওয়ানো হয়। ধামইরহাট পৌরসভার ১৫জন তরুণদের সেবাধর্মী সংগঠন ধামইরহাট পৌর যুব সংঘের আয়োজন এ খাবার পরিবেশন করা হয়। সংগঠনের সভাপতি মো.আল আমিন বলেন,এলাকার তরুণদের নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের সেবা করতে এ সংগঠন থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় তালঝাড়ী আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫৫ জন শিশু শিক্ষার্থীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া এ সংগঠনের পক্ষ থেকে প্র্রতিনিয়ত বিনামুল্যে চিকিৎসা সেবা, ফ্রি চক্ষু ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। বিদ্যালয়ে মিড ডে মিল চালুর পরিকল্পনা খেকে এ কর্মসূচী মূলত হাতে নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম,সহকারী শিক্ষক রুনা লায়লা সাথী,প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, থানা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু,সংগঠনের সম্পাদক মহরম হোসেন,সদস্য শামীম,জয়, ওসমান প্রমুখ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget