নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে স্বেচ্চাসেবী তরুন উদ্যোক্তাদের সংগঠন “ধামইরহাট পৌর যুব সংঘ” এর উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীদেরকে গোস্ত-ভাত খাওয়ানো হয়েছে। গত বুধবার দুপুর ২ টায় উপজেলার তালঝাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি আল আমিন ও সম্পাদক মহরম হোসেনের উদ্যোগে ১৫৫ জন শিক্ষার্থীকে এক বেলা গোস্ত-ভাত খাওয়ার আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, সংগঠনের সদস্য শামীম, জয়, ওসমান, শিক্ষক সাথী পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সম্পাদক মহরম হোসেন জানান, ১৫ জন তরুন উদ্যোক্তাদের নিয়ে গঠিত এই সংগঠন প্রতিনিয়ত বিনামুল্যে চিকিৎসা সেবা, ফ্রি চক্ষু ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন বিদ্যালয়ে মিড ডে মিল চালুর করার পরিকল্পনা প্রদানেই মুলত এই আয়োজন।
একটি মন্তব্য পোস্ট করুন