ভয়াবহ অগ্নিকান্ডে একটি পরিবার নি:স্ব

আজকের দেশ সংবাদ:
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তবর্তী গোপালপুর হরতকী গ্রামে সাবেরা বেওয়া নামের অসহায় এক বৃদ্ধার বাড়িতে আকস্মিক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে। স্থানীয় লোকজন জানান, গত রোববার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় বৃদ্ধা সাবেরা বেওয়া ও তার পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে আকস্মিক ভাবে তাদের বাড়িতে আগুন লাগে। তাৎক্ষনিক গ্রামবাসী তাদের উদ্ধার সহ আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এ সময় আগুনের লেলিহান শিখায় বৃদ্ধার ৪টি খড়ের চালের ছাউনী দেয়া ঘর বারান্দা সহ বাড়িতে থাকা ধান, চাইল. গম কাপড় চোপড়, বিছানাপত্র, নগদ টাকা, আসবাবপত্র সহ সংসারের সমুদয় সম্পদ পুড়ে ভস্ম হয়। সংবাদ পেয়ে পতœীতলা ফায়ার সার্ভিসের লোকজন জরুরী ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। অসহায় বৃদ্ধা সাবেরা বেওয়া জানান পরনের কাপড় চোপড় ছাড়া তাদের আর কিছুই নাই। ভয়াবহ অগ্নিকান্ডে তার প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার সম্পদ পুড়ে ছাই হওয়ার ফলে পরিবারটি বর্তমানে নি:স্ব হয়ে পড়েছে। রাতের বেলা রান্নাা ঘরের চুলা থেকে এ আগুনের সুত্রপাত হতে পারে বলে অনেকে ধারনা করছেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget