বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়- শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহীন ঝুড়ি বলতে পারবেনা। ইতিমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। সরকার দেশ-বিদেশের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সরকার পদ্মা সেতুর মতো চ্যালেঞ্জিং কাজ সম্পন্ন করতে যাচ্ছে। বিশ্ব দরবারে আমরা আজ   মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বর্তমান সরকার সবসময় দেশের মানুষের উন্নয়ন চায়।

শিক্ষামন্ত্রী আরো বলেন, এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আমরা বিনামূল্যে বই দিয়েছি শিক্ষার্থীদের। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা সবই আমরা চালু করেছে সরকার। মানুষ খেয়ে পড়ে বাঁচতে শিখেছে। আত্মনির্ভরশীল হওয়ার শক্তি পেয়েছে। শিক্ষামন্ত্রী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও জনগণকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বুধবার (৪ এপ্রিল) সকালে উপজেলার পূর্বরেঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে  আয়োজিত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম মসলুর পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ এমসি একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা এডভোকেট আব্বাস উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম। এর পূ্র্বে শিক্ষামন্ত্রী লক্ষিপাশার সানকপুর গ্রামে পঁচিশ লক্ষ সাতাশ হাজার টাকা ব্যায়ে গ্রামীণ রাস্থার উদ্বোধন করেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget