মেধাবী ছাত্রী শারমিন বাঁচতে চায়

আজকের দেশ সংবাদ:
নওগাঁর ধামইরহাটের মেধাবী ছাত্রী শারমিন সুলতানা বাঁচতে চায়। দুনিয়ার সুখ-শান্তি ভোগ বিলাসিতা হয়তো জীবনে আছে কিনা তাই নিয়ে সন্দিহান মরণব্যাধিতে আক্রান্ত শারমিন। উপজেলার নেউটা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে দশম শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা (১৫)। গত ১ বছর যাবৎ শারমিন হৃদরোগে ভুগছে এবং তার পিতামাতা সাধ্যমত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার চিকিৎসা বাবদ কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেছে। কিন্ত তার চিকিৎসার ব্যয় বহন করতে পিতামাতা হিমশিম খাচ্ছে। জ্ঞান ক্ষমতা স্বাভাবিক হলেও শারীরিক প্রতিবন্ধকতা থাকায় সে পড়া-লেখায় কিছুটা পিছিয়ে পড়ছে। শারমিনের বাবা আনোয়ার হোসেন বলেন, সকলের আর্থিক সহযোগিতা পেলে তার মেয়ের উন্নত চিকিৎসা করা সম্ভব হলে সে সুস্থ্য হয়ে ওঠবে। শারমিনের পরিবার তার চিকিৎসা সেবা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সুধীমহলের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন। সহযোগিতার করার বিকাশ একাউন্ট নম্বর ০১৭১৪ ৬০৬৬৫১।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget