বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ভ্যাট আরোপ করা নিয়ে অর্থমন্ত্রীর সরকারের নয়। এই বক্তব্য তার একান্তই ব্যক্তিগত বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল রাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যে কোনো মূল্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র ওপর ভ্যাট বসানো হবে। ছাত্রদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের মালিকরা কিভাবে তা আদায় করবে সেটা তাদের বিষয়। আমরা এ ব্যাপারে কোনো ছাড় দেব না।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওবায়দুল কাদের মঙ্গলবার একনেক সভা শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।
এর পাশাপাশি আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী ভ্যাট বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
একটি মন্তব্য পোস্ট করুন