৭কোটি ৭৫লাখ টাকা ব্যয়ে শিব নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন

আজকের দেশ সংবাদ:
বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দ্রæত পাল্টে যাচ্ছে এদেশের উন্নয়নের সার্বিক চিত্র। উন্নয়নের স্বার্থে আবারো নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসাতে হবে।
তিনি গত রোববার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউপি’র দুর্গাপুর খেয়াঘাটে ৭ কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৭১৯ টাকা ব্যয়ে শিবনদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি শিবনদীর ওপর নির্মিত সেতু, মহিলা যাত্রী ছাউনীসহ একইস্থানে আরও ৫ টি প্রকল্প কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মান্দা, ফয়সাল আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নওগাঁর নির্বাহী প্রকৌশলী নাইম উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, সহসভাপতি আবদুল লতিফ শেখ, এস এম ব্রæহানী সুলতান মাহমুদ গামা, উপজেলা প্রকৌশলী মোরশেদুল হাসান, মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget