নওগাঁয় প্রবীনদের বর্ষবরন, প্রবীন মেলা, সহায়তা ও সম্মাননা প্রদান

বাবুল আখতার রানা, নওগাঁ: নওগাঁয় প্রবীন জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় প্রবীনদের বর্ষবরন, প্রবীন মেলা, বিশেষ সহায়তা এবং সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার বিকালে নওগাঁ সদর উপজেলার তিলকপুরের উলিপুর গ্রামে এ ব্যতিক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় অন্যান্যের মধ্যে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি ফজলুল হক, নির্বাহী পরিচালক আশরাফুন নাহার, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রউফ পাভেল, দাবী মৌলিক উন্নয়ন সংস্থার উপ-সহকারী পরিচালক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এতে ৫৪জন প্রবীনকে হুইল চেয়ার, ছাতা, সাদাছড়ি, কোমড চেয়ার এবং সামাজিক স্বৃীকৃতিস্বরুপ ২২জনকে ক্রেষ্ট, সার্টিফিকেট ও অর্থ সহায়তা প্রদান করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget