নওগাঁর ধামইরহাটে কৃষকের ১একর জমির ধান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

মো. হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ): নওগাঁর ধামইরহাটে কৃষকের ১ একর জমির ধানে রাসায়নিক কীটনাশক স্প্রে করে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর (নয়াপাড়া) গ্রামে। এব্যাপারে অসহায় কৃষক ন্যায় বিচারের আশার থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছে।

পূর্ব তাহেরপুর গ্রামের কৃষক দুলাল হোসেন নয়াপাড়া মাঠে ১একর জমিতে বোরো ধান রোপন করে। ধান গাছগুলোকে সে নিয়মিত পরিচর্যা করার ফলে বর্তমানে গাছ থেকে ধান বের হয়েছে। আর কয়েক দিন পুর ধান কাটার উপযুক্ত হতো। গত ১৭ এপ্রিল রাতে কে বা কারা ধান গাছে ক্ষতিকর রাসায়নিক কীটনাশক স্পে করে। পরে ধানগাছগুলো বিবর্ণ আকার ধারণ করে গাছগুলো মরে যেতে থাকে। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, ধানগাছে আগাছানাশক স্পে করা হয়েছে। এতে কৃষক দুলাল হোসেনের প্রায় ৭০ হাজার টাকা ক্ষতির সম্মুখিন হন। এব্যাপারে কৃষক দুলাল হোসেন বলেন, ওই জায়গা নিয়ে একই গ্রামের মতিবুল ইসলাম গংদের সাথে বিরোধ চলছিল। তিনি আরও বলেন, বিষয়টি থানায় অভিযোগ দায়ের করবো।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মু. রকিবুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget