যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইউটিউবের সদর দপ্তরে হামলা চালানো নারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছ, তার নাম নাসিম আগদাম।
পুলিশ জানিয়েছ, ইউটিউবের একজন কনটেন্ট মেকার ছিলেন নাসিম আগদাম।ইউটিউবের বিরুদ্ধে নাসিমের ক্ষোভ ছিল।
পুলিশ জানায়, নাসিমের অভিযোগ-ইউটিউব তার প্রতি বিরূপ আচরণ করছে। তার পোস্ট করা ভিডিওর কন্টেন্ট সীমাবদ্ধ করে পেজের ভিউ কমিয়ে দিচ্ছে। ভিডিওর জন্য তাকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান তিনি।
প্রসঙ্গত, ৯ মিলিমিটারের একটি হ্যান্ডগান নিয়ে ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান নাসিম। তিনজনকে গুলি করার পর নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হন তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন