এইচএসসির ইংরেজি পরীক্ষায় বহিষ্কার-অনুপস্থিতির রেকর্ড

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ইংরেজি পরীক্ষায় বহিষ্কার ও অনুপস্থিতির রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার এ পরীক্ষায় সারাদেশে ৯ শিক্ষা বোর্ডের প্রায় দুইশত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন অনুপস্থিতির সংখ্যা ছিল ১৪ হাজার আটজন। ইংরেজি পরীক্ষায় সব বোর্ডেই পরীক্ষার্থী বহিষ্কার হলেও কোথাও শিক্ষক বহিষ্কার হননি। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার আট সাধারণ বোর্ডে ও কারিগরি বোর্ডে ইংরেজি প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নয় শিক্ষা বোর্ডের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার চতুর্থ দিনে ঢাকা বোর্ডে মোট তিন হাজার ৯৫১ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। অসাধুপন্থা অবলম্বন করায় ৬৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিতির সংখ্যা এক হাজার ৬২৪ জন, সাতজন বহিষ্কার। কুমিল্লা বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৬৫ জন, বহিষ্কার সাতজন।

যশোর বোর্ডে অনুপস্থিত এক হাজার ৩৭৪ জন, বহিষ্কর ১২ জন। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৪৯ জন, বহিষ্কার ছয়জন। সিলেট বোর্ডে অনুপস্থিত ৮৪৩ জন, বহিস্কার দুইজন। বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮২৮ জন, বহিষ্কার ১৩জন। দিনাজপুর বোর্ডে অনুপস্থিত এক হাজার ১৮৯ জন, বহিষ্কার ১৩ জন।

অন্যদিকে, কারিগরি বোর্ডে অনুপস্থিত এক হাজার ৮৮৫ জন, বহিষ্কার ৫২ জন। বৃহস্পতিবার মাদরাসা বোর্ডের অধীনে কোনো পরীক্ষা ছিল না।

তথ্যমতে, এবার এইচএসসি পরীক্ষায় সারা দেশে মোট কেন্দ্রের সংখ্যা কমে গেছে। এবার মোট দুই হাজার ৫৪১ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় ৪৪টি কম। এছাড়া বিদেশি সাতটি কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ২৯৯ জন। প্রতি বছরের মতো এবারও প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাপ্রাপ্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ আছে।

এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হচ্ছে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে একাধিক প্রশ্নের সেট পৌঁছে দেয়া হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হবে । পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget