রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রয়াত সদস্য এবং ডিবিসি নিউজ টেলিভিশনের প্রতিনিধি নাজমুল হুদার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওগাঁ-৬ আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম । এ সময় তিনি তার কবর জিয়ারত করেন। মঙ্গলবার দুপুরে প্রয়াত সাংবাদিক নাজমুল হুদার গ্রামের বাড়ি সদর উপজেলার সরিজপুর গ্রামে যান তিনি। এ সময় নাজমুল হুদার বিধবা স্ত্রী, দুই কন্যা, পিতামাতার সাথে দেখা করেন। এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় তাঁর দ্ইু কন্যার জন্য ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন