আজকের দেশ সংবাদ:
নওগাঁর পত্নীতলায় উপজেলার আমবাটি (জিয়া বাজার) এলাকায় গত শনিবার সন্ধ্যায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ভুটভুটি উল্টে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২জন। জানাগেছে, নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি (জিয়া বাজার) এলাকায় ধামইরহাট থেকে আসা একটি ভুটভুটি নজিপুর থেকে যাওয়া বাসকে সাইড দিতে যেয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ভুটভুটিতে থাকা ৩ জন গুরুত্বর আহত হয়। স্থারীয়রা তাৎক্ষনিক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। অপর দুজনের মধ্যে একজনের অবস্থা বেশী গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং অন্য একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীন রাখে। নিহত ব্যক্তি সাপাহার উপজেলার হাপানিয়া এলাকার একরামুলের ছেলে তরিকুল ইসলাম (৫০)।
নওগাঁর পত্নীতলায় উপজেলার আমবাটি (জিয়া বাজার) এলাকায় গত শনিবার সন্ধ্যায় একটি বাসকে সাইড দিতে গিয়ে ভুটভুটি উল্টে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২জন। জানাগেছে, নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি (জিয়া বাজার) এলাকায় ধামইরহাট থেকে আসা একটি ভুটভুটি নজিপুর থেকে যাওয়া বাসকে সাইড দিতে যেয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ভুটভুটিতে থাকা ৩ জন গুরুত্বর আহত হয়। স্থারীয়রা তাৎক্ষনিক আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করেন। অপর দুজনের মধ্যে একজনের অবস্থা বেশী গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং অন্য একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যাধীন রাখে। নিহত ব্যক্তি সাপাহার উপজেলার হাপানিয়া এলাকার একরামুলের ছেলে তরিকুল ইসলাম (৫০)।
একটি মন্তব্য পোস্ট করুন