বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সজীব ওয়াজেদ জয় ও কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতির ছবিসম্মলিত ফেস্টুন-পোস্টার-ব্যানার ছিড়ে ও পুড়িয়ে ফেলার অভিযোগ

আজকের দেশ সংবাদ:
নওগাঁ-২ (পতœীতলা, ধামইরহাট) আসনের আওয়ামীলীগের তিন মনোনয়ন প্রত্যাশীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় ও কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লার ছবি সম্বলিত ফেষ্টুন-ব্যানার ছিড়ে ও পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতের আধাঁরে পতœীতলা উপজেলার শিহাড়া বাজারে এ ঘটনা ঘটে।
মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক সহ-সম্পাদক ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলমের ১০/১২ টি, মনোনয়নপ্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য বিএম আব্দুর রশিদের ১৫/২০ টি, মনোনয়নপ্রত্যাশী প্রজন্মলীগের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মাহমুদ রেজা মেহেদীর ১২/১৪ টি ফেস্টুন-পোষ্টার-ব্যানার ছিড়ে ও পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মনোনয়নপ্রত্যাশীরা অভিযোগ করেন, গত রবিবার রাতের আধাঁরে শিহাড়া ইউপি আওয়ামীলীগের সভাপতি বিপুল ও ইউপি ছাত্রলীগের সভাপতি মামুন এর নের্তৃত্বে ফেস্টুন-পোস্টার ও ব্যানার ছিড়ে ও পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় দুই উপজেলার আওয়ামীলীগ ও কৃষকলীগের নের্তৃবৃন্দের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।
মনোনয়নপ্রত্যাশী ড. ইঞ্জিনিয়ার আখতারুল আলম ও মাহমুদ রেজা মেহেদী অভিযোগ করেন, রবিবার গভীর রাতে শিহাড়া বাজারে তাঁর পক্ষে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের সম্বলিত ফেষ্টুন-ব্যানার ছিড়ে ও পুড়িয়ে ফেলা হয়। তারা আরো অভিযোগ করেন, এর আগে পতœীতলা উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের নির্দেশে পতœীতলা উপজেলার বিভিন্ন ইউপির গুরুত্বপূর্ন জায়গা থেকে তাঁদের ফেস্টুন ও পোষ্টার নামিয়ে ফেলা হয়। আরেক মনোনয়ন প্রত্যাশী আব্দুর রশিদ অভিযোগ করেন, এর আগেও বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ও কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতির ছবি সম্বলিত ১৫০ টি ফেষ্টুন-ব্যানার পতœীতলা উপজেলা ছাত্রলীগের নেতারা নজিপুর ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দেয়।
এ ঘটনার তিন মনোনয়নপ্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় নের্তৃবৃন্দের জরুরী হস্তক্ষেপ কামনাসহ দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget