আজকের দেশ সংবাদ:
দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ/১৮ উদযাপন উপলক্ষে পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পরভীনের সভাপতিত্বে দূর্নীতি প্রতিরোধের উপায় এবং করনীয় শীর্ষক সভায় বক্তব্য রাখেন পত্নীতলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পত্নীতলা প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী (বুলবুল), সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার ওয়াজেদ আলী মৃধা, সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, মহিলঅ বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, রঞ্জু রানী মন্ডল। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সূধীর চন্দ্র তির্কী, মাওলানা আলহাজ্ব খয়বর আলী, পত্নীতলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক দিলিপ চৌহান সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও সূধীজন প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন