সাপাহার, নওগাঁর: নওগাঁর সাপাহারে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারাণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ওয়াহেদ আলী, সমাজসেবা অফিসার রেজুয়ানুল হক, পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলায়মান আলী, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, সৃষ্টি একাডেমির প্রধান শিক্ষিকা ইসফাত জেরিন মিনা প্রমূখ। আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন